চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট ও স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশন জেলার সভা

১ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন ও স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার যৌথ উদ্যোগে টেকনিক্যাল স্কেল সহ বেতন আপগ্রেডেশনের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৩১ জানুয়ারি শুক্রবার সকালে বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মো. হুমায়ুন রশীদ চৌধুরী সভাপতিত্বে চট্টগ্রামের ইসলামাবাদী হল রুমে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিজান উদ্দিনের সঞ্চালনায় স্বাস্থ্য পরিদর্শক ও সহ স্বাস্থ্য পরিদর্শকদের পক্ষে বক্তব্য রাখেন অলক দাশ, আব্দুস ছবুর, একরামুল হক চৌধুরী, প্রকাশ কান্তি দত্ত, মো. আবুল হাশেম, মুক্তি সিংহ, সুনীল চন্দ্র দত্ত, আশিষ চক্রবত্তী, সীমা চৌধুরী, শাহনাজ আক্তার, সীমলা সেন, বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন’র পক্ষে বক্তব্য রাখেন মুহাম্মদ আনোয়ার হোসেন রাসেল, আলি আকবর, মো. আবু বকর, সামশুল আলম, লোকমান হাকিম, কাজী সাইফুল, সামছুল আলম চৌধুরী, আব্দুল জব্বার, সামশুল আলম, মাসুদ রানা, কাজী রিদুয়ান, মো. মিজানুর রহমান, সৈকত দাশ রনি, মইনুল সাগর, বাবুল বড়ুয়া, সম্পদ দে, দীলিপ বড়ুয়া, হাসিনা বেগম, ইমতিয়াজ, সুবর্ণা ঘোষ, করিমুননেছা, শাকিলা আরা, সঞ্চিতা, সীমা ধর প্রমুখ। সভায় সকলের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক হাম-রুবেলা ক্যাম্পেইনের রেজিস্ট্রেশন, প্রশিক্ষন সহ যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার সর্বসম্মত সীদ্ধান্ত গৃহীত হয়।

বক্তারা আরো বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি হতে ইপিআইসহ (টিকাদান কর্মসূচি) যাবতীয় কর্মসূচি বন্ধ রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করে কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট