হাতির আক্রমণে নিহত-আহত ও ক্ষতিগ্রস্ত মোট ৪৩ জনকে ২৬ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে বন বিভাগ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে এই ক্ষতিপূরণ দেওয়া হয়।
অনুষ্ঠানে হাতির আক্রমণে নিহত দুই জনের পরিবারকে তিন লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়।
নিহতরা হলেন- আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেহানা আকতার (৩২) এবং একই ইউনিয়নের ৬ নম্বর গুচ্ছগ্রাম ওয়ার্ডের দুলাল মাহমুদ (৫৫)।
এছাড়া বিভিন্ন সময় হাতির আক্রমণে আহত ছয়জনকে এক রাখ টাকা করে মোট ছয় লাখ টাকা দেওয়া হয়। বিভিন্ন সময় হাতির আক্রমণে ফসল ও সম্পদের ক্ষতি হওয়ায় ৩১ জনকে দেওয়া হয় মোট ১৪ লাখ ৭২ হাজার টাকা ক্ষতিপূরণ।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ, আনোয়ারার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এবং বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য্য অনুষ্ঠানে ক্ষতিপূরণের টাকা ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দেয়াং পাহাড়, হ্রদ ও বন ঘেরা জায়গায় বিচরণ করছে একটি হাতির পাল। তাদের হামলায় ফসলের ক্ষতি হচ্ছে, যাচ্ছে মানুষের প্রাণ। কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার পাঁচটি ইউনিয়ন জুড়ে তাদের বিচরণ।
ওই এলাকার জনপ্রতিনিধিরা হাতিগুলো সরিয়ে নিতে বহুবার বন বিভাগকে চিঠি দিয়েছে। তবে বন বিভাগ ও বিশেষজ্ঞরা বলছেন, নিজেদের করিডোরে (চলাচলের পথ) কোনো বাধা হাতি সহ্য করতে পারে না। আর পূর্ব পুরুষের আবাসস্থল হওয়ায় ওই হাতির দলটি এ এলাকা ছেড়ে যাচ্ছে না।
পূর্বকোণ/এএইচ