চট্টগ্রাম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে অটোরিক্সা-কাভার্ডভ্যান সংঘর্ষ, ব্যবসায়ীসহ নিহত ২

মানিকছড়ি সংবাদদাতা

১০ জুন, ২০২৩ | ১২:৫৩ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে গাড়িটানা বাজার এলাকায় আমভর্তি সিএনজিচালিত অটোরিক্সার সঙ্গে ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১০ জুন) সকাল সাড়ে ৮টায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের হাশিমনগর গ্রামের ব্যবসায়ী আব্দুল মোতালেব (৩৫) ও একই এলাকার অটোরিক্সা চালক আলী আজগর (৩২)।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে মানিকছড়ি তিনট্যহরী থেকে আম নিয়ে অটোরিক্সাটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। পথে গাড়িটানা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় আমভর্তি সিএনজি অটোরিক্সাটি। এ সময় ঘটনাস্থলেই সিএজিতে থাকা দুইজন নিহত হন।

 

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট