চট্টগ্রাম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

টেকনাফে ৫০ হাজার ইয়াবা নিয়ে দুই কারবারি ধরা

টেকনাফ সংবাদদাতা

৮ জুন, ২০২৩ | ৭:৫৮ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার কাঞ্জরপাড়া থেকে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল জব্দ করা হয়।

 

আজ বৃহস্পতিবার (৮ জুন) সকাল সোয়া ৭টায় হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাঞ্জরপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হল- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাঞ্জরপাড়া এলাকার মৃত আব্দুল মাবুদের ছেলে আবু বক্কর (৫০) ও শমসের আলমের ছেলে গিয়াস উদ্দিন (২৬)।

 

র‌্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিরা পরস্পর যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট