চট্টগ্রাম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আনোয়ারা সংবাদদাতা

৩ জুন, ২০২৩ | ১২:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে মোহাম্মদ জুনাইদ নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন পশ্চিমপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত জুনাইদ পীরখাইন গ্রামের মাওলানা শোয়াইবের ছেলে। শোয়াইবের এক ছেলে এক মেয়ের মাঝে জুনাইদ ছিলো বড়। আর ছোটো মেয়ের বয়স তিন মাস।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে খেলার সময় পুকুরে পড়ে যায় জুনাইদ। পরবর্তীতে লোকজনের চিৎকারে বাবা এসে জুনাইদকে পানি থেকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।

 

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মামুনুর রশীদ বলেন, হাসপাতালে আনার পর আমি নিজেই শিশুটিকে দেখি। তবে এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট