চট্টগ্রাম রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

পুকুরে হাত ধুতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

২ জুন, ২০২৩ | ৪:০৬ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ার সদর ইউনিয়নের শেখেরকিল্লাহঘোনা এলাকায় পুকুরে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওই শিশুর নাম মালিকুল শেফায়েত তৌকি (৮)। সে শেখেরকিল্লাহ ঘোনা এলাকার তৌহিদুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

তৌহিদুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে বসতঘরে ভাত খায় মালিকুল। খাওয়ার পর হাত ধুতে বাড়ির উঠানের পুকুরে যায়। সেখানে পড়ে গিয়ে ডুবে যায় সে। ঘণ্টা খানেক পর মালিকুলকে খুঁজতে শুরু করি। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পাই। সেখান থেকে লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট