চট্টগ্রাম রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

সেন্টমার্টিনে নৌবাহিনীর ত্রাণ বিতরণ ও স্বাস্থ্যসেবা

টেকনাফ সংবাদদাতা

১৭ মে, ২০২৩ | ১০:৪৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করেন বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’।

 

আজ বুধবার (১৭ মে) দুপুরে নৌবাহিনীর ফরওয়ার্ড বেইজ স্টেশনে দ্বীপের বাসিন্দাদের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেন বানৌজা ‘সমুদ্র জয়’ জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন মিজানুর রহমান।

 

উক্ত কার্যক্রমে বাংলাদেশ নৌবাহিনীর হয়ে উপস্থিত ছিলেন লে. কমান্ডার ছৈয়দ তৈয়মুর পাশা, সার্জেন্ট লে. সাকিল, লে. ইমাম হাসিব।

 

এ সময় সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, বিস্কুটসহ বিভিন্ন ত্রাণসামগ্রী এবং আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি ঘূর্ণিঝড় পরবর্তী স্বাস্থ্যসেবা দিতে অস্থায়ী মেডিকেল ক্যাম্পও স্থাপন করেন নৌবাহিনী।

 

অধিনায়ক ক্যাপ্টেন মিজানুর রহমান বলেন, সেখান থেকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি আমাদের বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ হতে এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা যথেষ্ট পরিমাণ ঔষধ নিয়ে এসেছি আমাদের মেডিকেল অফিসারও রয়েছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট