চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রচণ্ড গরমে বোয়ালখালীতে বেড়েছে ডায়রিয়া রোগী

পূজন সেন 

১৬ এপ্রিল, ২০২৩ | ২:২০ অপরাহ্ণ

বোয়ালখালীতে গত এক সপ্তাহ ধরে অস্বাভাবিক হারে বেড়েছে ডায়রিয়া রোগী। গরম আবহাওয়ার কারণে ডায়রিয়া রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। অস্বাভাবিক হারে ডায়রিয়া রোগী বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হতে হচ্ছে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-সেবিকাদের। হাসপাতালের ভর্তি রেজিস্ট্রার অনুযায়ী গত ১৩ এপ্রিল রাত ১২টা থেকে গতকাল দুপুর ১২টা পর্যন্ত ৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ৪২ জন। বাকিরা শ্বাসকষ্ট, জ্বর ও পেট ব্যথা উপসর্গ নিয়ে এসেছেন বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন। ৫০ শয্যার এ হাসপাতালের নার্স ইনচার্জ জোৎস্না আকতার জানান, গত ১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ৯৩ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হন। এর মধ্যে মহিলা ৫৯ জন ও পুরুষ ৩৪ জন। এছাড়া জ্বর, শ্বাসকষ্ট এবং পেট ব্যথার রোগীও আসছেন।

চমেক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সীমান্ত ওয়াদ্দাদার বলেন, এ বছর হঠাৎ করে তাপমাত্রা প্রচণ্ড বেড়ে গেছে। এ সময়ে পানির শূন্যতা একটা বিরাট ফ্যাক্টর। ডায়রিয়া সাধারণত পানিবাহিত এবং খাদ্যবাহিত রোগ।’ বাসি খাবার খাওয়া যাবে না। সহজপাচ্য সদ্য রান্না করা খাবারের সাথে ফ্রেশ ফল খেতে হবে। দৈনিক অন্তত দুই লিটার পানি পান করতে হবে।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট