
সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় একটি পিকআপ ভ্যান, একটি কালো প্লাস্টিকের হাতলযুক্ত কাটার, দুইটি কাঠের বাটযুক্ত লম্বা দা জব্দ করা হয়।
সোমবার (২৭ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কেঁওচিয়া মনতলা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটকৃতরা হল- চকরিয়া পৌরসভার কালাচাঁদ পাড়া, ৭নম্বর ওয়ার্ডের নুরুল আমিনের ছেলে মো. শেফায়েত হোসেন (২২) ও ভরা মুহুরী, ৪নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জাহাঙ্গীরের ছেলে মো. আসিফ (২০)।
সাতকানিয়া থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে কেরানিহাট বান্দরবান সড়কের কেঁওচিয়া মনতলা এলাকায় ডাকাতের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হচ্ছিল। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে একটি পিকআপ ভ্যানসহ দুই ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করে।
সাতকানিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একটি পিকআপ ভ্যান, একটি কালো প্লাস্টিকের হাতলযুক্ত কাটার, দুইটি কাঠের বাটযুক্ত লম্বা জব্দ করা হয়েছে। আসামিদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ