চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বান্দরবানে কেএনএফ’র সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

বান্দরবান সংবাদদাতা

২ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:৩৯ অপরাহ্ণ

বান্দরবানে নতুন গজিয়ে উঠা সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে রুমা উপজেলা বাজারে শান্তিকামী সচেতন সমাজের ব্যানারে এ মানববন্ধন হয়। এতে বিভিন্ন এলাকার বম, মারমা, ম্রো ত্রিপুরা বাঙালিসহ বিভিন্ন সম্প্রদায় প্লে কার্ড, ব্যানার, ফেস্টুনসহ মানববন্ধনে অংশ নেয়।

সমাবেশে বক্তব্য রাখেন, রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লা চিং মারমা, জেলা পরিষদের সদস্য জুয়েল বম, ইউপি চেয়ারম‍্যান শৈবং মারমা, বম সম্প্রদায়ের নেতা থাংখাম লিয়ান বম, স্থানীয় ব্যবসায়ী উজ্জল ধর প্রমুখ।

বক্তারা অবিলম্বে কেএনএফ’র কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, ২০২০ সালে বম সম্প্রদায়ের কিছু বিপথগামী যুবক কুকিচিন ন্যাশনাল আর্মি নামে নতুন একটি সশস্ত্র সংগঠন গড়ে তুলে। এটি কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট এর সশস্ত্র সংগঠন হিসেবে পরিচিত। অনেকে এটিকে বম পার্টি নামেও ডেকে থাকে। এ সংগঠনটির সাথে নতুন গজিয়ে ওঠা জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সম্পৃক্ততার কারণে গত তিন মাস ধরে বান্দরবান ভারত মায়ানমার সীমান্ত এলাকায় র‍্যাব ও সেনাবাহিনীর অভিযান চলছে।

পূর্বকোণ/ জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট