৩১ জানুয়ারি, ২০২৩ | ১০:১২ অপরাহ্ণ
সন্দ্বীপ সংবাদদাতা
‘সন্দ্বীপে চুরিসহ সকল অপরাধ নির্মূলে বিশেষ অভিযান শুরু করা হবে” বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদিপ্ত সরকার।
তিনি বলেন, আগামীকাল বুধবার থেকে সন্দ্বীপে মাসব্যাপী এই অভিযান চলবে। চট্টগ্রাম থেকে আরো ফোর্স এনে মোতায়েন করা হবে। এক সপ্তাহের মধ্যে সন্দ্বীপ অপরাধ মুক্ত হবে। এ সময় তিনি পুলিশকে সহযোগিতা করতে সবার প্রতি আহবান জানান।
সন্দ্বীপে হঠাৎ চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে সন্দ্বীপ থানা চত্বরে আয়োজিত ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ. বি. এম নাইহানুল বারী, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম, পৌরসভা মেয়র মোক্তাদের মাওলা সেলিম, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সন্দ্বীপ প্রেসক্লাব সভাপতি রহিম মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস কামাল বাবু, বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সন্দ্বীপের বিভিন্ন পেশা ও শ্রেণির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা সন্দ্বীপ আইনশৃঙ্খলা সমস্যার নানা বিষয় তুলে ধরেন।
পূর্বকোণ/বণিক/মামুন/পারভেজ