২ ডিসেম্বর, ২০২২ | ৮:৫৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ির গুইমারায় রমজান আলী (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকার ইউনুস সিকদারের ছেলে।
শুক্রবার (২ ডিসেম্বর) ভোরে উপজেলার সিন্দুকছড়ি-মহালছড়ি সড়কের পঙ্খীমুড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশীদ। তিনি বলেন, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় আরও এক কিলোমিটার দূর থেকে তার মোটরসাইকেল উদ্ধার করা হয়। নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় নিশ্চিত হয়েছি। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/এএস/পারভেজ