চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাজি ধরে গরম চা পান, কক্সবাজারে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২ ডিসেম্বর, ২০২২ | ৭:২৯ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাজি ধরে টাটকা গরম চা পান করে মোস্তফা (২০) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। তিনি উখিয়ার কুতুপালং নিবন্ধিত ক্যাম্পের বাসিন্দা।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ইসলামপুরের নতুন অফিস বাজারে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, মোস্তফা একটু চঞ্চল ও জেদি স্বভাবের। বৃহস্পতিবার আছরের নামাজের পর একজনের সঙ্গে বাজি ধরে ঘোষণা দেন, ‘৫ সেকেন্ডে গরম চা কে খেতে পারবে?’ কেউ সাহস না করলেও সে পুরো এক কাপ টাটকা গরম চা খেয়ে ফেলে। এ সময় তার গলায় ব্যাথা শুরু হলে ঈদগাঁও’র একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থা খারাপ দেখে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, ‘তিন বন্ধু খেলার ছলে বাজি ধরে। তাদের একজন গরম চা খেয়ে অসুস্থ হয়ে মারা গেছেন। এ ঘটনায় তার পরিবারের অভিযোগ পেলে খতিয়ে দেখব।’

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট