চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

৪ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, রাতের তাপমাত্রা কমবে সারাদেশে

অনলাইন ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২৩ | ১১:৫৫ পূর্বাহ্ণ

দেশের চার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও, রাতের তাপমাত্রা কমবে বলে জানানো হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) এসব তথ্য জানান আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।

 

তিনি বলেন, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও মৌলভীবাজারের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আরও কয়েকটি জেলায় বাড়তে পারে। গত দুই দিনে সারাদেশে তাপমাত্রা বাড়তির দিকে ছিল, তবে তা আজ থেকে আবার কমতে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা কমতে থাকবে। তবে রাতের তাপমাত্রা কমলেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

তিনি আরও বলেন, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। সর্বশেষ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট