চট্টগ্রাম বুধবার, ০৮ মে, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামসহ ৪ বিভাগে অব্যাহত থাকছে ভারি বৃষ্টি

অনলাইন ডেস্ক

১৬ জুন, ২০২২ | ১২:১১ অপরাহ্ণ

চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ – এই চার বিভাগেই নিয়মিতই ভারি বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার (১৫ জুন) রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি ছিল। এ সময়ে রাজশাহী বিভাগে কোনো বৃষ্টি হয়নি। বরিশাল ও খুলনা বিভাগেও হালকা বৃষ্টি হতে শুরু করেছে। তাই খুলনাসহ বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ দূর হয়েছে। গতকাল ঢাকার আকাশে ঘন মেঘের আনাগোনা থাকলেও সামান্য বৃষ্টি হয়েছে। ঢাকায় এখনো ভ্যাপসা গরমের অস্বস্তি রয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম বলেন, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

পূর্বকোণ/এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট