চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হাতির কান কেন বড়?

রাকিবুল হক

৩ অক্টোবর, ২০১৯ | ২:১৪ পূর্বাহ্ণ

হাতি শরীরের দিক দিয়ে যেমন বিশালকায় তেমনি তার কানও বিশালকায়। স্থলভাগের প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় এই প্রাণীটির বিশাল এই কান শুধু শোনার জন্য ব্যবহার করে তা কিন্তু নয়। [সূত্র : ডয়চে ভেলে]

হাতির কান কেন বড়- তা নিয়ে চমকপ্রদ কিছু তথ্য প্রকাশ করেছে রিডার্স ডাইজেস্ট। জেনে নেওয়া যাক সেগুলো।
এয়ার-কন্ডিশনার হিসেবে কাজ করে

একটি হাতির ওজন ৫ হাজার থেকে ১৩ হাজার পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। ফলে এই বিশাল শরীরের অভ্যন্তরীণ প্রক্রিয়া চালানোর জন্য হাতিকে অনেক শক্তি ব্যয় করতে হয়। এতে করে তার শরীর উত্তপ্ত হয়ে ওঠে। ইন্টারন্যাশনাল এলিফ্যান্ট ফাউন্ডেশনের কনসারভেশন কোঅর্ডিনেটর সারা কনলি বলেন, ‘হাতির কান বড় কারণ এটি বিশাল শরীর ঠান্ডা রাখার অন্যতম একটি উপায় হিসেবে কাজ করে।’ তিনি আরো বলেন, ‘হাতির কানে বড় বড় রক্তনালী থাকে, যা কানের পেছনের দিক থেকে দেখা যায়। এই বড় রক্তনালীগুলো দিয়ে রক্ত সঞ্চালন হয়ে তা শীতল রাখে। এরপর শরীরের অন্যান্য অংশেও রক্ত সঞ্চালন হয়ে পুরো শরীরকে শীতল করে।’

পাখার কাজ করে

লক্ষ্য করলে দেখা যায় হাতি অধিকাংশ সময় তার কান দোলাতে থাকে। বিনা কারণে সে এটি করে না। তার কান একটি বিশালকায় পাখা হিসেবে কাজ করে।

পিটাসবার্গ জু অ্যান্ড পিপিজি

অ্যাকুরিয়ামের এলিফ্যান্ট প্রোগ্রাম ম্যানেজার উইলি থিসন বলেন, কান নাড়ানোর ফলে হাতির কানে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। উপরে আলোচনা করা হয়েছে- রক্তসঞ্চালন তাদের পুরো শরীর শীতল হতে সহায়তা করে। দ্বিতীয় এবং আরো স্পষ্ট কারণ হচ্ছে, শরীর থেকে মশা-মাছি তাড়ানোর কাজেও বিশাল কান দোলাতে থাকে হাতি।
(আগামী সংখ্যায় সমাপ্য)

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট