চট্টগ্রাম বুধবার, ০১ মে, ২০২৪

পোশাকে মাংসের তেল পড়লে যা করবেন

অনলাইন ডেস্ক

১২ জুলাই, ২০২২ | ৯:১৯ অপরাহ্ণ

মাংস খেতে গিয়ে প্রিয় পোশাকে তেল পড়ে গেলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তবে তেল- ঝোলের দাগ পোশাক থেকে উঠিয়ে ফেলা কিন্তু খুব কষ্টকর কাজ না।

জেনে নিন মাংস বা তরকারির তেল পোশাকে পড়ে গেলে যা করবেন:

১) পোশাকে তেল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব লেবু ঘষুন। লেবু ঘষে খানিকটা ডিটারজেন্ট ছিটিয়ে কড়া রোদে রেখে দিন পোশাক। ঘণ্টাখানেক পর ধুয়ে ফেলুন পানি দিয়ে।

২) রোদ না থাকলে ট্যালকম পাউডার ছিটিয়ে দিন দাগের উপর। সারারাত রেখে পরদিন ধুয়ে ফেলুন পোশাক।

৩) বেকিং সোডা লাগিয়ে রাখুন দাগ লাগা অংশে। কিছুক্ষণ পর পুরনো টুথব্রাশ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন কাপড় ধোওয়ার সাবান দিয়ে।

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট