চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মুক্তি পেল বিশ্বকাপ থিম সং ‘স্ট্যান্ড বাই’

১৮ মে, ২০১৯ | ১:৪৪ পূর্বাহ্ণ

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ মাঠে গড়ানোর ঠিক ১৩ দিন আগে মুক্তি পেল থিম সং। গতকাল বিকেলে গানটি বিশ্বব্যাপি মুক্তি দেওয়া হয়। ‘স্ট্যান্ড বাই’ শিরোনামে গানটি গেয়েছেন লরিন নামের নতুন এক শিল্পী। সহশিল্পী হিসেবে আছে ইংলিশ ব্যান্ড রুডিমেন্টাল। বৈশ্বিক আসর চলাকালীন প্রতিটি ম্যাচেই গানটি বিশ্বকাপের ভেন্যুগুলোর গ্যালারিতে বেজে উঠবে। ক্রিকেটকে কেন্দ্র করে গানটির মাধ্যমে যুক্তরাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরা হয়েছে। ‘স্ট্যান্ড বাই’ মিউজিক ভিডিওর প্রথম সিকুয়েন্সে দেখা যাবে ইংল্যান্ডের একদল কিশোর সাগরের বালুতটে ক্রিকেট খেলছে। এক পর্যায়ে ব্যাটিংয়ে থাকা কেউ একজন শট নিয়ে বল পানিতে ফেলে দিল। তাতে সবার মাথায় হাত। এরপরের দৃশ্য স্ট্রিট ক্রিকেট। আরেকদল কিশোর রাস্তায় ক্রিকেট খেলছিল। ব্যাটিংয়ে থাকা এক কিশোর শট নিয়ে বল দেয় স্যালুনে। সেখান থেকে বল কুড়িয়ে আনেন ফিল্ডিংয়ে থাকা আরেক কিশোর। স্যালুনে উপস্থিত সবাই তখন টিভিতে ক্রিকেট ম্যাচ দেখছিলেন।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট