চট্টগ্রাম রবিবার, ০৫ মে, ২০২৪

সর্বশেষ:

জয়ের পথে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

অনলাইন ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০১৯ | ৪:৪৯ অপরাহ্ণ

জয়ের পথে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ব্যাটিংয়ে নেমে শুভ সূচনা করলেও মাশরাফির বলে এনামুলের তালু বন্দি হয়ে ১৫ রানে ফিরেন সিমন্স। এরপর মেহেদী হাসানের বলে ৮রানে ফিরেন জুনায়েদ ছিদ্দিকী।  শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ ওভারে ৩ উইকেটে ৭৫ রান করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এদিকে ব্যাটসম্যানদের ব্যর্থতায় অল্পতেই গুটিয়ে গেলো ঢাকা প্লাটুন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে তারা দিলো মাত্র ১২৫ রানের লক্ষ্য।

এর আগে মিরপুরে টস জিতে চট্টগ্রামের আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত প্রথম ইনিংসে সঠিকই প্রমাণিত হয়েছে। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই প্লাটুন ব্যাটসম্যানরা ছিলেন চাপে। ধীর গতির ওপেনিং জুটি বেশি লম্বা হয়নি। ১৩ বলে ১৪ রানে এনামুল ফিরে যাওয়ার পর কোন রান যোগ না করেই তাকে অনুসরণ করেন মেহেদী হাসান। তামিম ইকবালও ফিরে যান ২১ রানে। এরপর জাকির আলীও ফিরেন ৩রানে। আফ্রিদি ও সাহাদাব খান ফিরেন কোন রান যোগ না করেই। দলের হয়ে ৩৪ বলে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন মুমিনুল হক। শেষ দিকে ওয়াহাব রিয়াজ এবং অধিনায়ক মাশরাফির জুটিতে শতক পার করে ঢাকা।

বল হাতে দুটি করে উইকেট তুলে নেন মুক্তার আলী এবং রায়ন বুর্ল।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট