চট্টগ্রাম রবিবার, ০৫ মে, ২০২৪

সর্বশেষ:

বিসিবি সভাপতির সুস্পষ্ট ঘোষণা

টেস্ট তো দূরের কথা, পাকিস্তান সফরই অনিশ্চিত !

স্পোর্টস ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০১৯ | ৩:০৫ পূর্বাহ্ণ

২০২০ সালে তিন ম্যাচ টি-টোয়েন্টি আর দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। তবে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন জানিয়ে দিলেন বাংলাদেশ কেবল পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতেই যাবে। টেস্ট খেলতে হবে নিরপেক্ষ ভেন্যুতে। যদিও টি-টোয়েন্টি সিরিজ খেরতে টাইগাররা যাবেই এমন চূড়ান্ত ঘোষনা এখনও বিসিবির তরফ থেকে পাওয়া যায়নি। কারণ, কোচিং স্টাফ থেকে শুরু করে ক্রিকেটারদের অনেকেই পাকিস্তান সফরে যেতে রাজি নন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এহসান মানি কয়েকদিন আগেই বাংলাদেশকে বেশ হুঁশিয়ারি বাণী শুনিয়েছেন। বলেছিলেন যদি বাংলাদেশ এখানে টেস্ট না খেলে তাহলে আইসিসির স্মরণাপন্ন হবেন তিনি। আর সেই সঙ্গে জানিয়ে দিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলতে হলে অবশ্যই সেটা পাকিস্তানেই খেলতে হবে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন বাংলাদেশ দল কেবল টি-টোয়েন্টি সিরিজ খেলতেই সেখানে যাবে। তিনি জানান, ‘এই সফরে দলের বেশ কয়েকজন ক্রিকেটার ও বিদেশি কোচিং স্টাফরা যেতে চান না। এই সফরে নিয়ে ক্রিকেটারদের পরিবারও উদ্বিগ্ন। এমনকি বিসিবিও শঙ্কিত। অন্যদিকে এহসান মানির সতর্কার প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিসিবি প্রেসিডেন্ট জানান, ‘দেখুন ওরা কি ভাবছে বা বলছে তাতে আমাদের কিছু আসে যায় না। আমাদের কাছে সবার আগে বাংলাদেশ ক্রিকেট, ক্রিকেটার আর কোচিং স্টাফদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। এই সফরে আমরা কোনো ক্রিকেটার বা কোচিং স্টাফদের জোর করবো না। পাকিস্তান সফরে জন্য দেশের সর্বোচ্চ পর্যায় থেকে নিরাপত্তার ছাড়পত্র নিতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এই প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেন, ‘সরকার নিরাপত্তা ছাড়পত্র দিলেই কেবল আমরা খেলতে যাবো। যেহেতু ওই ঘটনার পর এটাই আমাদের প্রথম পাকিস্তান সফর তাই আমরা সঙ্গে করে ডিজিএফআই আর এনএসআই সদস্যদের সঙ্গে করে নিয়ে যেতে চাই। বিসিবি প্রধানের গতকালের সংবাদ সম্মেলন থেকে যা জানা গেলো তারা সারাংশ দাঁড়ায় এমন, পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে এখনও কোনো কিছুই ফাইনাল হয়নি। যেমন বোর্ড প্রধান বললেন, ‘পাকিস্তান সিরিজের বিষয়টি আসলে এখনোও প্রক্রিয়াধীন, সিরিজ নিয়ে আমরা এখনও ফাইনাল ডিসিশনে আসতে পারিনি।’ পাকিস্তানের নিরাপত্তার কথা মাথায় রেখে বেশ কিছু বিদেশী কোচিং স্টাফ নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন আরও কয়েকজন জানিয়েছেন সেখানে গেলেও খুব অল্প সময়ের জন্যই যাবে। এই বিষয়ে পাপন বলেন, ‘আমাকে বেশ কয়েকজন ক্রিকেটার এবং কোচিং স্টাফ জানিয়েছে তারা পাকিস্তানে যেতে আগ্রহী না। আর কয়েকজন জানিয়েছে সেখানে গেলেও খুব অল্প সময়ের জন্যই যাবে।‘ এছাড়া নাজমুল হাসান পাপন নিশ্চিত করেছেন টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল পাকিস্তানে যাবে তবে টেস্ট খেলতে হলে অবশ্যই নিরপেক্ষ ভেন্যুতেই খেলতে হবে। বাংলাদেশের ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফের কেউই দীর্ঘ সময়ের জন্য পাকিস্তানে যেতে চায় না। পাপনের বক্তব্য অনুযায়ী এখন পর্যন্ত বাংলাদেশ দল পাকিস্তানে তিন ম্যাচ টি-টোয়েন্টি খেলতে যেতে প্রস্তুত।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট