চট্টগ্রাম শুক্রবার, ০৩ মে, ২০২৪

সর্বশেষ:

সবার ওপরে ফ্লয়েড দশকে ধনী ক্রীড়াবিদ

স্পোর্টস ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০১৯ | ৩:৫৪ পূর্বাহ্ণ

ক্রীড়া জগতের সবচেয়ে গত দশকে বেশি উপার্জনকারী ছিলেন মার্কিন গলফার টাইগার উডস। প্রতি বছর কমপক্ষে ৮০ মিলিয়ন মার্কিন ডলার পকেটে পুরেছেন তিনি। তবে ২০১০ সাল থেকে সমান পরিমাণ অর্থ অনায়াসেই আয় করেছেন কমপক্ষে এক ডজন ক্রীড়া তারকা। তবে বক্সিং চ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়েদারের চেয়ে বেশি কেউ আয় করতে পারেননি। গত ১০ বছরে তার মোট আয় ৯১৫ মিলিয়ন মার্কিন ডলার। এখন পর্যন্ত কোনো বক্সিং ম্যাচে না হারা (৫০-০) মেওয়েদার বর্তমানে অবসরে থাকলেও ২০২০ সালে ফেরার ইঙ্গিত দিয়েছেন। মেওয়েদারের আয় দশক সেরা উপার্জনকারী ক্রীড়া তারকাদের তালিকায় থাকা দ্বিতীয়জনের চেয়ে ১১৫ মিলিয়ন মার্কিন ডলার বেশি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এত বিশাল পরিমাণ অর্থ আয় করতে তাকে কোনো দলের মালিক কিংবা চোখ ধাঁধানো চুক্তির অপেক্ষায় থাকতে হয়নি।
বক্সিং রিং থেকে যা আয় হয় তা তিনি নিজের পকেটেই পুরেন। মেওয়েদারের পর তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে দুই ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো (৮০০ মিলিয়ন মার্কিন ডলার) এবং লিওনেল মেসি (৭৫০ মিলিয়ন মার্কিন ডলার)।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট