চট্টগ্রাম রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

বাংলাদেশের টেস্ট খেলতে না চাওয়ায় ক্ষুব্ধ মিসবাহ

স্পোর্টস ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০১৯ | ৬:১৬ পূর্বাহ্ণ

তিনটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট খেলতে আগামী জানুয়ারিতে পাকিস্তান সফর করার কথা বাংলাদেশের। পরিবর্তিত পরিস্থিতিতে সেখানে শুধু তিনটি টি-টোয়েন্টি খেলতে চায় বাংলাদেশ। কিছুদিন আগে এ নিয়ে ক্ষোভ ঝেরেছেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান। এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন পাকিস্তানের হেড কোচ মিসবাহ উল হকও। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের উদ্দেশ্য সফরটি যেন সংক্ষিপ্ত হয় পাকিস্তানে। সে লক্ষ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ বাদ দেওয়ার পক্ষে বাংলাদেশ। কিন্তু মিসবাহ এর পেছনে কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না, ‘আমি আসলে ওদের এমন আপত্তির কোনো কারণ খুঁজে পাচ্ছি না। টেস্ট বাদ দিয়ে শুধু টি-টোয়েন্টি খেলতে আসার কোনো যুক্তিও দেখছি না।’ বাংলাদেশ যদি শেষ পর্যন্ত নাই আসে তাহলে তা চরম হতাশার হবে বলে মনে করেন মিসবাহ। একই সঙ্গে বাংলাদেশের এমন আপত্তিকে খোঁড়া যুক্তি হিসেবে দেখছেন তিনি, ‘আমার মনে হয় পাকিস্তানে না আসতে ওরা খোঁড়া যুক্তি দেখাচ্ছে। যদি শেষ পর্যন্ত তাই হয়, তাহলে পাকিস্তানের প্রতি এটা বড় অন্যায় হবে। এটা তখনই হচ্ছে যখন নাকি দলগুলো এখানে আসছে, খেলছে কোনো সমস্যা ছাড়া। আর বাংলাদেশ কিনা টেস্টে আমাদের এড়াতে খোঁড়া যুক্তি দেখাচ্ছে।’ বাংলাদেশ যদি টেস্ট খেলতে নাই আসে তাহলে পাকিস্তানের পরবর্তী টেস্ট সিরিজ হবে দেরিতে। খেলতে হবে ইংল্যান্ডে। তেমনটা হলে মিসবাহ মনে করেন বিপদে পড়বে পাকিস্তানের ক্রিকেটাররাই, ‘আমাদের ছেলেরা যদি খেলতে নাই পারে, তাহলে ওদের কীভাবে দোষারোপ করি। টানা কয়েকমাস কোনো ফরম্যাটে খেলতে না পারলে, ক্রিকেটারদের জন্য পারফর্ম করাটা সহজ নয়।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট