চট্টগ্রাম রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

কে গুরু, কে শিষ্য

২৩ ডিসেম্বর, ২০১৯ | ৫:৫৩ পূর্বাহ্ণ

আইপিএল নিলাম প্রতিবারই চমক নিয়ে আসে। এবারের নিলামে সবচেয়ে বড় চমক এবার ৪৮ বছর বয়সী ক্রিকেটার প্রাবীণ তাম্বের নামটি। এই লেগস্পিনারকে ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বয়সের কারণে আইপিএলে গেইলের মতো খেলোয়াড়কেও উপেক্ষিত থাকতে হয়। কিন্তু প্রাবীণ তাম্বে ৪৮ বছর বয়সে এসেও পেয়ে গেলেন দল। সে সঙ্গে তিনি হয়ে গেলেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার। মজার ব্যাপার হলো, তাম্বেকে যিনি শেখাবেন, কোচিং করাবেন, তিনিও শিষ্যের থেকে ১০ বছরের ছোট। এ যেন আদু ভাইয়ের গল্প। কেকেআর এবার তাদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে। তার বয়স বর্তমানে ৩৮ বছর। তাম্বের ঠিক ৪৮। কে গুরু, কে শিষ্য-বোঝাই তো মুশকিল হবে!-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট