চট্টগ্রাম রবিবার, ০৫ মে, ২০২৪

সর্বশেষ:

শহীদ কাজী সাদিক হাসান রেটিং দাবা টুর্নামেন্ট শুরু

২১ ডিসেম্বর, ২০১৯ | ৩:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চ.বি.) প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি’ ৮২ আয়োজিত এবং বাংলাদেশ দাবা ফেডারেশন ও সিজেকেএস’র সার্বিক সহযোগিতায় ১৯ ডিসেম্বর শহীদ কাজী সাদিক হাসান আন্তর্জাতিক রেটিং উন্মুক্ত দাবা টুর্নামেন্ট এম এ আজিজ স্টেডিয়ামের জিএমনেশিয়াম হলে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে ৭দিন ব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর ও (চ.বি.) প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি’ ৮২ ‘র সদস্য প্রফেসর ডাঃ মোহাম্মদ শামীম হাসান। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাবা ফেডারেশনের মহাসচিব ও সিজেজেএস সহ-সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন শামীম শহীদভ্রাতা কাজী সাজ্জাদ হাসান। টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক সুরজিৎ বড়–য়ার সভাপতিত্বে এবং চবির ছাত্রী ইসরাতনূর মৌ’র সঞ্চালনায়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য সম্মানিত অতিথি মহিলা রেটিং দাবারু ইয়াছমিন বেগম, সমিতির সহ-সভাপতি অধ্যাপক নোমান আহমদ সিদ্দিকী দাবা কমিটির হাজী জাহিদুল ইসলাম, দাবা সম্পাদক তনিমা পারভীন, দাবা কমিটির রাকিবুল ইসলাম সাচ্চু, টিংকু বড়ুয়া, আলী কায়সার পারভেজ, চ.বি. প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি’ ৮২-র এটিম হামিদুল হক চৌধুরী, জাকির হোসেন,নিয়াজ আহম্মদ চৌধুরী, শামীম আল- জোবায়ের প্রমূখ। এ টুর্নামেন্টে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ২শতাধিক দেশি-বিদেশি দাবাড়–অংশগ্রহণ করছে। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট