চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

ঢাকা প্লাটুনকে উড়িয়ে শুভ সূচনা রাজশাহীর

দ্বিতীয় ম্যাচেই পথ হারালো চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক হ

১৩ ডিসেম্বর, ২০১৯ | ৬:০০ পূর্বাহ্ণ

বিপিএলে গতকালের দুটি ম্যাচে জিতেছে রাজশাহী ও খুলনা। আসরে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু গতকাল রাতের ম্যাচে খুলনা টাইগার্সকে ১৪৫ রানের টার্গেট দিয়ে ৮ উইকেটে হেরেছে চট্টগ্রামের দলটি। মাঝারি পুঁজি নিয়ে শুরুতে উইকেট তুলে লড়াইয়ের আভাস দিলেও রহমানউল্লাহ গুরবাজ ও রাইলি রুশোর তা-বে হেসেখেলেই জিতেছে মুশফিকুর রহিমের দল। গুরবাজ ৫ ছয় ও

চারটি চারে মাত্র ১৯ বলে ৫০ রান করেন। রুশো ৩৮ বলে ৭ চার ও জোড়া ছক্কায় ৬৪ রানে অপরাজিত ছিলেন। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রাম সিমন্সের ২৬, নাসির হোসেনের ২৪ ও মুক্তার আলীর শেষ দিকে চার ছক্কায় ২৯ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে

গতকালের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করেছে মাশরাফি বিন মর্তুজার দল। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৪ রান সংগ্রহ করে ঢাকা প্লাটুন। জবাবে ১০ বল হাতে রেখেই ৯ উইকেটের জয় পেয়েছে রাজশাহী রয়্যালস। ব্যাট হাতে ব্যর্থ হন তামিম ইকবাল। ঢাকার এই ওপেনার প্যাভিলিয়নে ফেরেন মাত্র ৫ রান করে। আরেক ওপেনার এনামুল অবশ্য খেলে যান সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস। ২১ রান করেছেন জাকের আলী। এরপর শেষ দিকে ওয়াহাব রিয়াজ ১৯ ও মাশরাফি অপরাজিত ১৮ রান করলে ঢাকার স্কোর যায় ১৩৪ পর্যন্ত। ১৩৫ রানের সহজ লক্ষ্য অনায়াসেই তাড়া করে রাজশাহী। শুধু লিটন দাসের উইকেটটি হারায় রাজশাহী। লিটন ২৭ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ৩৯ রান। আরেক ওপেনার হযরতুল্লাহ জাজাই হাফসেঞ্চুরি পূরণ করে অপরাজিত থাকেন ৫৬ রানে। ৪৭ বলের ইনিংসটি আফগান ওপেনার সাজান ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায়। ওয়ান ডাউনে নেমে শোয়েব মালিক ৩৬ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলেন হার না মানা ৩৬ রানের ইনিংস।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট