চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মেয়র ওয়ার্ড ফুটবলে ড্র করেই জয়ের আনন্দে ভাসলো সরাইপাড়া, জয়ে শুরু পূর্ব মাদারবাড়ির

১৮ নভেম্বর, ২০১৯ | ১:৪১ পূর্বাহ্ণ

সিজেকেএস মেয়র গোল্ডকাপ আন্ত: ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসরে নিজস্ব প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে ৩০ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড।

গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ৩০ নং পূর্ব মাদারবাড়ি ১-০ গোলে এ টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড দলকে হারিয়ে দিয়েছে। একই মাঠে অনুষ্ঠিত তারকা সমৃদ্ধ ৪ নং চান্দগাঁও ওয়ার্ড দলের সাথে ১-১ গোলে ড্র করেও যেন জয়ের আনন্দে পেয়েছে ১২ নং সরাইপাড়া ওয়ার্ড। খেলা শেষে তাদের শরীরি ভাষাই সে কথার প্রমান দিয়েছে। দিনের প্রথম খেলায় ২৪ নং উত্তর আগ্রাবাদ পরাজিত হলেও তাদের খেলার ধরণ অনেকেরই প্রশংসা কুড়িয়েছে। রক্ষণভাগ থেকে সকল আক্রমণ মধ্যমাঠে এসে দানা বাধলেও আক্রমণে গিয়ে খেই হারিয়ে ফেলে স্ট্রাইকারদের ব্যর্থতায়। তা না হলে, খেলার ফলাফল হয়তো অন্যরকমও হতে পারতো। অন্যদিকে খেলার শুরুর দিকে গোল পেয়ে যাওয়ায় ৩০ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড মাঠে বেশ ভালভাবেই উজ্জ্বীবিত ছিল। দলটিও গুছিয়ে খেলার চেষ্টা করেছে এবং ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ১০ মিনিটে লিড পায় ৩০ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড। বা দিকে অনেক দুর থেকে রাকিব বা পায়ের নিখুত শটে বল জালে জড়ান (১-০)।

ঐ গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ঐ গোলেই সেরা খেলোয়াড় হন রাকিব। খেলা শেষে তাকে পুরস্কার বিতরণ করেন ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল হক ডিউক। অপর ম্যাচে অপেক্ষাকৃত শক্তিশালী ও তারকা সমৃদ্ধ ৪ নং চান্দগাঁও ওয়ার্ডের বিরুদ্ধে পিছিয়ে থেকেও সমতা আনতে সক্ষম হয়েছে একঝাক তরুণের সমন্বয়ে গড়া ১২ নং সরাইপাড়া ওয়ার্ড। মো. আলমগীরের প্রশিক্ষণপুস্ট সরাইপাড়া ওয়ার্ডের ছেলেরা গতকাল মাঠে অনমনীয় দৃঢ়তা প্রদর্শণ করেছে। এমনকি শক্তিশালী দলটির বিরুদ্ধে জিতেও গেলেও অবাক হওয়ার মতো কিছুই হতো না। খেলার ১৬ মিনিটেই জাতীয় তারকা নাসিরের গোলে এগিয়ে যায় ৪ নং চান্দগাঁও ওয়ার্ড (১-০)। এ সময় ফ্রি কিক থেকে নাসিরের নিখুত হেড জালে জড়ায়। ২৫ মিনিটেই ফ্রি কিক থেকে দেখার মতো এক শটে গোল করে সমতা আনেন ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের রানা (১-১)। এ গোলেই তিনি সেরা খেলোয়াড় মনোনিত হন। খেলা শেষে তাকে পুরস্কার প্রদান করেন ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর হাজী সাবের আহমেদ। আজকের খেলা (১৮ নভেম্বর): ২১ নং জামাল খান বনাম ১৮ নং পূর্ব বাকলিয়া (বিকেল ৩টা ৪৫ মিনিট) এবং ১ নং দক্ষিণ হালিশহর বনাম ৮ নং শুলকবহর (বিকেল ৫টা ২৫ মিনিট)।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট