চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভড়কে না যাওয়ার পরামর্শ সাঙ্গাকারার

ভারতের বিরুদ্ধে আজ...

স্পোর্টস ডেস্ক

৭ নভেম্বর, ২০১৯ | ১:০৬ পূর্বাহ্ণ

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ইতিহাসের ভারতের বিপক্ষে এটাই টাইগারদের প্রথম জয়। দিল্লির ম্যাচে তিন বিভাগেই বাংলাদেশের পরিকল্পনা সফল। বোলাররা ভারতকে অল্প রানে আটকে রেখেছে। টাইগারদের ফিল্ডিং ছিলো চোখে পড়ার মতো। ব্যাটসম্যানরা তাদের কাজ ভালোভাবে সেরেছে। আত্মবিশ্বাসী বাংলাদেশ আজ রাজকোটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হবে। সে ম্যাচে বাংলাদেশকে নিজেদের খেলার প্রতি বিশ্বাস রাখার পরামর্শ দিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। দিল্লিতে বোলারদের সর্বোচ্চ ব্যবহারে সফল হয়েছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শুরুতেই রোহিত শর্মাকে সাজঘরে ফিরিয়ে ভারতের আত্মবিশ্বাসে আঘাত হানে তারা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশও। কিন্তু সেখান থেকে দলের হাল ধরেন অভিষিক্ত নাঈম শেখ ও ওয়ান ডাউনে নামা সৌম্য সরকার। এরপর মুশফিকুর রহিমের অপরাজিত ৬০ রানের উপর ভর করে ৭ উইকেটের বড় পায় টাইগাররা। সেদিন সব বিভাগেই বাংলাদেশ সফল হলে সাঙ্গার পরামর্শ, রাজকোটের উইকেট দিল্লির তুলনায় ভিন্ন। ব্যাটিং সহায়ক এই উইকেটে একাদশ নির্বাচনে বাংলাদেশকে সঠিক সিদ্ধান্তটাই নিতে হবে। সাবেক লঙ্কান অধিনায়ক বলেন, ‘নিজেদের খেলার ওপর বাংলাদেশের বিশ্বাস রাখা প্রয়োজন। যেভাবে তারা প্রথম ম্যাচ খেলেছে তার ওপর বিশ্বাস রাখতে হবে। উদ্বোধনী জুটি ভালো ছিল, মিডল অর্ডার অত্যন্ত শক্তিশালী। উইকেট হারানোর পর তাদের কোনো চাপ নিতে দেখা যায়নি। তিনি বাংলাদেশকে সতর্ক করে বলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী ব্যাটিং বিভাগ থাকলেও বোলিংয়ে অবশ্যই নজর দিতে হবে। চাপে ভড়কে না যাওয়া, পরিকল্পনার সঠিক বাস্তবায়ন এবং মাঠ অনুযায়ী একাদশ সাজানোর দিকে নজর দিতে হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট