চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সব সম্পত্তি দান করে দেওয়ার ঘোষণা ম্যারাডোনার

৭ নভেম্বর, ২০১৯ | ১:০৬ পূর্বাহ্ণ

খেলার জগতের বাইরে ডিয়েগো ম্যারাডোনা নানা সময়েই খবরের শিরোনাম হন। তার বে-খেয়ালি চলাফেরার জন্যই বার বার আলোচনায় আসেন।

এবার রাগের বশে নিজের সব সম্পত্তি দান করে দেওয়ার ঘোষণা দিলেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ জানায়, নিজের দেশে ক্লাব জিমনাসিয়া নামে একটি দলের কোচ হিসেবে বর্তমানে ব্যস্ত সময় কাটছে ম্যারাডোনার। তবে হেয়ালি কোচের দল ব্যর্থতার চরম পর্যায়ে পৌঁছেছে, ২৪ দলের লীগে তার দলের অবস্থান ২৩ নম্বরে! আর এমন ব্যর্থতায় আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা ম্যারাডোনার দিকে সমালোচনার তির ধেয়ে আসছে। বাবাকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন ম্যারাডোনার মেয়ে, আর্জেন্টিনা ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও এগুয়েরোর সাবেক স্ত্রী জিয়ানিন্না। তিনি লিখেন, ‘বাবা ভেতর থেকে মারা যাচ্ছেন, তিনি বিষয়টি বুঝতে পারছেন না।’ জিয়ানিন্না লিখেন, ‘আমি বিশ্বাস করি না যে তিনি স্বাভাবিক আছেন, এটাই বাস্তবতা যা তিনি আশা করেন। দয়া করে তার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।’ এরপরই মেয়ের ওপর ক্ষেপে যান ম্যারাডোনা। মেয়ের ওপর রাগ করে তিনি তার সমস্ত সম্পত্তি দান করে দেওয়ার ঘোষণা দেন। ইউটিউবে আপলোড করা এক ভিডিওতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি এখনো মারা যাইনি। আমি শান্তিতে ঘুমাই, কেননা আমি কাজ করি। বুঝলাম না কেন সে (জিয়ান্নিনা) বিরক্ত করছে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট