চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আবাসন ও খাওয়ায় সাঁতারুদের ভোগান্তি

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১২ অক্টোবর, ২০১৯ | ১:১৬ পূর্বাহ্ণ

শেখ রাসেল ক্লাব কাপ বয়স ভিত্তিক (অনূর্ধ্ব-১১-১২, ১৩-১৪ ও ১৫-১৬ বছর) সাতাঁর প্রতিযোগিতা গতকাল থেকে চট্টগ্রামে শুরু হয়েছে। এদিকে প্রতিযোগিতায় অংশ নিতে দেশের দুর-দুরান্ত থেকে আসা ১১ থেকে ১৬ বছরের ছেলে মেয়েদের ভোগান্তির যেন শেষ নাই। চরম অব্যস্থাপনার অভিযোগ উঠেছে। বিশেষ করে আবাসনের বিষয়টি সকলের নজর কেড়েছে। হোটেলের এক এক রুমে গাদাগাদি করে ৮/১০ জন করে রাখা হয়েছে। সাঁতারুরা ঠিকভাবে ঘুমাতে না পারলে কিভাবে প্রতিযোগিতায় অংশ নেবে। অথচ এ প্রতিযোগিতাকে ঘিরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আবাসনের বিষয়ে প্রশ্ন করা হলে, আয়োজকরা ভালভাবে সে ব্যাবস্থা নেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু সত্যিকার অর্থে সেরকম কিছুই হয়নি। এছাড়া গতকাল দুপুরে সাঁতারুদের উদ্দেশ্যে প্রদান করা খাওয়ার ব্যাপারেও অভিযোগের শেষ নাই। খাওয়া ছিল অত্যন্ত নি¤œ মানের। শেষ পর্যন্ত অভিযোগের প্রেক্ষিতে ডিএ দেয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় আয়োজকরা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট