চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম আবাহনীর ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১ অক্টোবর, ২০১৯ | ১:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আবাহনীর ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সকাল ১১ টায় হালিশহরস্থ আবাহনী ভবনে এক আলোচনা সভা চট্টগ্রাম আবাহনীর লি.’র চেয়ারম্যান ও সংসদ সদস্য এম এ লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শেখ কামাল স্মৃতি সংসদ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি, ক্রীড়া সংগঠক সেলিম আসলাম সোহেলের পরিচালনায় সভায় চট্টগ্রাম চেম্বার কমার্স ইন্ডস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি উমর খাজ্জাজ, আবাহনী লিমিটেড এর পরিচালক তাহেরুল আলম স্বপন, মোহাম্মদ শাহজাহান, আবাহনী জুনিয়রের সাধারণ সম্পাদক এস এম সাইফুদ্দিন, মহানগরী আবাহনী সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক সুফিউর রহমান টিপু, উত্তর জেলা আবাহনী সমর্থক গোষ্ঠীর সহ – সভাপতি রাজু, আবাহনীর কর্মকর্তা শরফুদ্দিন চৌধুরী রাজু, শাহজাদা মইনুদ্দিন শানজারি, আবাহনীর কর্মকর্তা মুজিবুল হক নোয়াব ও আবাহনীর সমর্থক গোষ্ঠীর বিভিন্ন ওয়ার্ড’র নেতা কর্মীরা বক্তব্য রাখেন। এতে নগরীর ৪১টি ওয়ার্ড এর নেতাকর্মীরা শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট -২০১৯ সফল করার এবং আয়োজনের জন্য চট্টগ্রাম আবাহনী লিমিটেড এর সভাপতি এম এ লতিফ এবং হুইপ ও চট্টগ্রাম আবাহনীর মহাসচিব সামশুল হক চৌধুরী ও আবাহনীর ফুটবল চেয়ারম্যান তরফদার রুহুল আমিন এর নেতৃত্বে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন। এদিকে চট্টগ্রাম আবাহনীর ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম আবাহনীর বর্তমান, সাবেক কর্মকর্তা, খেলোয়াড় ও সমর্থক গোষ্ঠীর উদ্যোগে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান গতকাল বিকেলে সিজেকেএস মিলনায়তনে আবাহনী সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় সহ-সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন আলহাজ¦ দিদারুল আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন পরিচালক আলহাজ্ব ফয়েজুল কবির, আলহাজ্ব মঞ্জুরুল আলম মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিন ভুলু, প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক সাংবাদিক কবি আবু তাহের মুহাম্মদ, উত্তর জেলা আবাহনী সমর্থক গোষ্ঠীর সভাপতি সাহাব উদ্দীন হাসান বাবুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম আবাহনীর সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল আহম্মদ, মোসলেহ উদ্দীন নোয়াব, শাহনেওয়াজ খালেদ, মঈনুদ্দিন হাসান বাহাদুর, নাছির উদ্দিন মাহমুদ, নাসির মিয়া, আবাহনীর সাবেক ফুটবলার নিজামুদ্দিন বলি, সাবেক হকি খেলোয়াড় নিজাম উদ্দিন নিজু, মহানগর সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক সুফিউর রহমান টিপু প্রমূখ। সভা শেষে ৩৯ পাউন্ডের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট