চট্টগ্রাম শুক্রবার, ০৩ মে, ২০২৪

সর্বশেষ:

‘সুপারম্যান’ না হলেও মাশরাফি ‘সুপার হাজব্যান্ড’, বললেন স্ত্রী সুমনা

স্পোর্টস ডেস্ক

১০ জানুয়ারি, ২০২৩ | ২:৩০ অপরাহ্ণ

দলে মাশরাফি বিন মর্তুজার উপস্থিতি সতীর্থদের আলাদা প্রেরণা ও সাহস যোগায়। যার ফলে টিম-পারফর্ম্যান্সে সহজেই সাফল্য ধরা দেয় বলে বহুদিনের আলোচনা চলছে। সেই মাশরাফির নেতৃত্বে এবারের বিপিএলে দুর্বল সিলেট অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। সে প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তার স্ত্রী সুমনা হক বলেছেন, সুপারম্যান না হলেও মাশরাফি একজন সুপার হাজব্যান্ড।

তিনি বলেন, ‘তাকে (মাশরাফি) সুপারম্যান বলব না, কিন্তু সে আলাদা। হাজব্যান্ডের জায়গা তো আলাদা, সে অবশ্যই সুপার হাজব্যান্ড। শুধু মাশরাফিকে নিয়ে যদি বলি তবে অন্য খেলোয়াড়দের প্রতি অন্যায় করা হবে। একটা জয় শুধু একজনের জন্য না, গোটা টিমের জন্যই।’

 

তিনি আরও বলেন, ‘তার কাছে ঈশ্বরপ্রদত্ত কিছু একটা আছে বা ওর কনফিডেন্সের কারণেই হয়তো সব সম্ভব হয়। লিডারশিপ একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস বলে মনে করি। সেক্ষেত্রে বাংলাদেশের দর্শক যেটা ভাবছে, সবাই যেটা ভাবছে, আমিও সেটাই বলব। মাঠে আসলাম, দেখলাম। বাসায় যতটা পারি মেন্টাল সাপোর্ট দেই। সাপোর্টটা আসলে গুরুত্বপূর্ণ। মাঠে থেকেই দিতে হবে এমন নয়, শান্তিটাই আসল।’

বিপিএলের আগের আসরগুলোতে বারবার দলের নাম ও অধিনায়ক বদলালেও সিলেটের ভাগ্যের পরিবর্তন হয়নি। এবার সেই অপয়া ঘুছাতেই কিনা মাশরাফির মতো কাপ্তানের আগমন। তবে অনেকে ভেবেছিল এবার ক্যাপ্টেন ফ্যাস্টাস্টিকের না কপালে পুড়ে! কিন্তু সেসব শঙ্কা দূরে সরিয়ে তিন ম্যাচের সবকটিতে জয় নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে সিলেট। আর মাত্র দুটো ম্যাচ জিতলেই তার দল উঠে যাবে পরের রাউন্ডে।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট