চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সতীর্থের সঙ্গে মারামারি, রোমান সানা ২ বছর নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক

১৫ নভেম্বর, ২০২২ | ২:২৯ অপরাহ্ণ

এক সতীর্থের সঙ্গে মারামারিতে জড়ানোয় দেশসেরা তীরন্দাজ রোমান সানাকে দু’বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ আরচারি ফেডারেশন।

তাকে পাঠানো শোকজের জবাব দেওয়ার আবারও একই সতীথের সঙ্গে ঝগড়া বাধান তিনি। সে কারণে ফেডারেশন এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বলে জানান সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।

তিনি বলেন, ‘শৃঙ্খলাজনিত কারণে কার্যনির্বাহী কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। রোমান আগামী ২ বছর জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বিরত থাকবে। তবে এ সময় সে যাতে ব্যক্তিগত অনুশীলন করতে পারে সেজন্য প্রয়োজনীয় অনুশীলন সরঞ্জাম দেওয়া হয়েছে।’

 

উল্লেখ্য, আন্তর্জাতিক ও ঘরোয়া আরচারি প্রতিযোগিতার জন্য টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলন করে যাচ্ছিলেন দেশসেরা তীরন্দাজ রোমান সানা। মাথা গরম করে সতীর্থের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন টোকিও অলিম্পিক খেলা রোমান। ভিডিওতে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের প্রমাণ পায় আরচারি ফেডারেশন। মঙ্গলবার (১৫ নভেম্বর) তাকে ক্যাম্প ছেড়ে দিতে বলা হয়েছে। অবশ্য তার আচরণে পরিবর্তন এলে শিগগিরই তীর-ধনুক হাতে দেখা যেতে পারে রোমানকে।

রোমান সানা দেশের এক নম্বর আর্চার। তিনি ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন।

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট