চট্টগ্রাম বুধবার, ০১ মে, ২০২৪

সর্বশেষ:

‘বিশ্বকাপ হতে যাচ্ছে অন্যরকম, উত্তেজনাপূর্ণ’

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

২০ সেপ্টেম্বর, ২০২২ | ১১:৪১ পূর্বাহ্ণ

ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে। সেবার বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দলটি শিরোপা জিতেছিল মার্কোস ইভানগেলিস্তা ডি মোরাইস-এর নেতৃত্বে। এভাবে বললে এই ফুটবলারকে চেনার কথা নয় অনেকেরই। যদি বলা হয় তিনি কাপু নামেই বিখ্যাত, তাহলেই সবাই চিনে ফেলবেন ব্রাজিলের এই মহা নায়ককে।

ফুটবল ইতিহাসে ব্রাজিলিয়ানের এমন এক অর্জন আছে যা এখন পর্যন্ত নেই আর কারো। ১৯৯৪, ৯৮ এবং ২০০২ ফুটবল বিশ্বকাপ। টানা এই আসরের ফাইনালে খেলেছেন কাফু। এর মধ্যে ব্রাজিলের হয়ে জিতেছেন ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপও।

দুইবারের বিশ্বকাপ জয়ী সেই তারকা নিজ দেশের ফুটবলারদের একটি পরামর্শ দিয়েছেন। তিনি প্রত্যেককে বলেছেন, নিজের মতো করে খেলাটা খেলতে। কাতার বিশ্বকাপের আগে নেইমারদের আগেভাগেই টিপস দিয়ে রাখলেন ব্রাজিলের হয়ে ১৪২ ম্যাচ খেলা এই ফুটবলার।

তিনি বলেন, ‘বিশ্বকাপ ফাইনালের জন্য আমি ফুটবলারদের সহজ একটা পরামর্শ দিতে চাই। সেটা হলো নিজের মতো করে খেলো। এমনভাবে খেলো যেভাবে খেলে ফাইনালে পৌঁছানো যায়। কারণ ফাইনালে শুধু ক্লাবের বা জাতীয় দলের জার্সি নয়, তুমি তোমার দেশকে প্রতিনিধিত্ব করছো। আর মনে রেখো সব কিছুর ঊর্ধ্বে তোমার দেশ।’

আসন্ন ফিফা বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে কাতারের লুসাইল স্টেডিয়ামে। সম্প্রতি দোহার এই মনোমুগ্ধকর ভেন্যু পরিদর্শন করেছেন কাফু। ভেন্যু পরিদর্শন করে তিনি আরও জানান, ‘চার বিশ্বকাপের মধ্যে টানা তিনবার ফাইনালে পৌঁছানো যে কোনো ফুটবলারের জন্য সত্যিই অনেক বড় বিষয়। আমার মনে হয় কোনো ফুটবলারই এমন সুযোগ কখনো পায়নি। আমি সত্যিই গর্বিত এমন মাইলফলকের একমাত্র অংশীদার হতে পেরে।’

প্রথমবারের মতো আরব কোনো দেশে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল বিশ্বকাপ। কেমন হবে এর ঝাঁজ? কাফুর মতে, ‘এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে অন্যরকম, উত্তেজনাপূর্ণ। এশিয়া ও আমেরিকায় বিশ্বকাপ জয়ের সৌভাগ্য হয়েছে আমার। আমি যদি এখনো ফুটবল খেলতাম, তাহলে এবারের বিশ্বকাপে খেলাটা আমার জন্য হতো অনেক সম্মানের।’

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট