চট্টগ্রাম বুধবার, ০১ মে, ২০২৪

সর্বশেষ:

মাহমুদউল্লাহকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২২ | ৩:৩১ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্বাচক মিনাহজুল আবেদীন নান্নু বুধবার দুপুর আড়াইটায় বিশ্বকাপের জন্য এই দল ঘোষণা করেন। সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৫ সদস্যের মূল দল ঘোষণা করা হয়েছে। সেখানে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। 

রিয়াদ বাদ পড়লেও বিশ্বকাপের মতো বড় মঞ্চে ফেরানো হয়েছে নাজমুল হোসেন শান্তকে। অথচ তেমন কিছু না করেই! টি-টোয়েন্টি ক্রিকেটে নাজমুল হাসান শান্তর পরিসংখ্যান মোটেও সুখকর নয়। ৯ ম্যাচে ১৮.৫০ গড়ে শান্তর রান ১৪৮, স্ট্রাইকরেট ১০৪.২২। এমন পারফরম্যান্সে এশিয়া কাপের দল থেকে তাকে বাদ পড়তে হয়েছে। আর অন্য টপ অর্ডারদের ফর্মহীনতা ও কন্ডিশন বিবেচনাতে স্ট্যান্ড বাই হয়েও টিকে গেছেন সৌম্য সরকার।

আগামী ২৪ অক্টোবর বাছাইপর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এছাড়া সুপার টুয়েলভে বাংলাদেশের অন্য চার প্রতিপক্ষ হলো দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও বাছাইপর্বে পেরিয়ে আসা দল। 

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। যা শুরু হবে আগামী ৭ অক্টোবর। সেই ত্রিদেশীয় সিরিজেও বিশ্বকাপের জন্য ঘোষিত দল নিয়েই যাবে বাংলাদেশ।

বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), কাজী নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক) লিটন কুমাস দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, মুস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হাসান শান্ত।

স্ট্যান্ডবাই: শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও সৌম্য সরকার।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট