চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নান্নু-বাশারেই আস্থা বিসিবির

স্পোর্টস ডেস্ক

২৮ জুলাই, ২০১৯ | ১:৫২ পূর্বাহ্ণ

গুঞ্জন উঠেছিল বিশ্বকাপ ব্যর্থতার দায়ে প্রধান নির্বাচকের পদসহ পুরো নির্বাচক প্যানেলেই রদবদল আনতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিদ্ধান্তটি ঝুলে ছিলো বোর্ডের আনুষ্ঠানিক সভার জন্য। গতকাল সে সভা শেষে জানা গেলো, গুঞ্জনটি ছিলো শুধুই গুঞ্জন। নির্বাচক প্যানেলে কোনো পরিবর্তন আনেনি বিসিবি। প্রধান নির্বাচক পদে মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচক কমিটির সদস্য হিসেবে হাবিবুল বাশার সুমনের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বোর্ড। নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে বোর্ডের অন্যান্য পরিচালকদের সঙ্গে নিয়ে প্রায় ঘণ্টাতিনেকের সভা হয়েছে বিসিবি কার্যালয়ে। সভাশেষে সংবাদমাধ্যমে এ খবর জানিয়েছেন বোর্ড সভাপতি পাপন নিজেই। নির্বাচকদের বিষয়ে পাপন বলেন, ‘বর্তমান প্যানেলের ওরা তো ভালোই করছে। পরিবর্তনের তো কারণ নেই। তাদের সঙ্গেই চুক্তি নবায়ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ তবে তৃতীয় নির্বাচক হিসেবে একজনকে নেওয়ার ব্যাপারে তারা ভেবেছেন সেটিও জানালেন। কয়েকজনের নাম এলেও এখন পর্যন্ত এই পদে কাউকে চূড়ান্ত করা হয়নি। দল নির্বাচনের প্রক্রিয়াও থাকছে আগের মতোই। দুই (বা তিন) নির্বাচকের সংগে কোচ, ম্যানেজার ও অধিনায়ক মিলে চূড়ান্ত করবেন দল। তিন ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় বাংলাদেশ দল। কিন্তু এই সিরিজে দলের সঙ্গে নেই নির্বাচক প্যানেলের কেউ। পরিবার নিয়ে ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছেন হাবিবুল। নান্নুর যাওয়ার কথা ছিল টাইগারদের সঙ্গে। শেষ মুহূর্তে তাঁর টিকিট বাতিল করা হয়। নির্বাচক কমিটি ভেঙে দেওয়া হবে, তাই এমনটাই গুঞ্জন শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত তা গুঞ্জনই থেকে যায়। নান্নুরা আবার দায়িত্ব পেয়েছেন। এর আগে ২০১৬ সালের জুনে ফারুক আহমেদ প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করায় এই পদে বসেন মিনহাজুল আবেদীন নান্নু। টানা তিন বছর এই দায়িত্ব পালন করনে তিনি। দল সাফল্য পেয়েছে বলেই বিসিবি তাঁর ওপর আস্থা রেখেছে।
শনিবারের বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, তিন বছর ধরে আমরা প্যানেলে আছি। আমি মনে করি যথেষ্ট ভালো কাজ করেছি। জাতীয় দলও যথেষ্ট ভালো খেলেছে। গত এক বছরে প্রায় ৫২ শতাংশ ম্যাচ আমরা জিতেছি। এটা কিন্তু অনেক বড় অর্জন। র‌্যাঙ্কিংয়েও অনেক উন্নতি হয়েছে। লঙ্গার ভার্সনের ক্রিকেটেও ভালো করছি। সেই হিসেবে আমাকে যদি আবারও সুযোগ দেয়া হয় অবশ্যই ভালো কিছু করব।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট