চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

তামিম-মুশফিকদের জরিমানা

২৮ জুলাই, ২০১৯ | ১:৫৩ পূর্বাহ্ণ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৯১ রানে হার মেনেছে বাংলাদেশ। হারের পর এবার জরিমানাও গুনতে হল তামিম ইকবাল ও তার সতীর্থদের। প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে জরিমানা করা হয়েছে। তার মধ্যে অধিনায়ক তামিম ইকবালকে ম্যাচ ফি এর ৪০ শতাংশ ও বাকিদের ম্যাচ ফি এর ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। গত পরশু প্রথম ওয়ানডেতে ৫০ ওভার শেষ করার জন্য যে নির্ধারিত সময় ছিল সেই সময়ের মধ্যে বাংলাদেশ তা শেষ করতে পারেনি। ২ ওভার কম ছিল। আইসিসির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী স্লো ওভারের ক্ষেত্রে ১ ওভার কম হলে দলের প্রত্যেক খেলোয়াড়ের ম্যাচ ফি এর ১০ শতাংশ আর অধিনায়কের তার দ্বিগুণ জরিমানা করা হয়। বাংলাদেশ ২ ওভার কম থাকায় তামিমের ৪০ শতাংশ ও অন্যান্যদের ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি ক্রিস বোর্ড এই জরিমানা করেন। ম্যাচ শেষে স্লো ওভার রেটের জন্য দোষ স্বীকার করেছেন তামিম। পাশাপাশি তিনি আরোপিত জরিমানা মেনে নেন। সে কারণে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট