চট্টগ্রাম শুক্রবার, ০৩ মে, ২০২৪

সর্বশেষ:

নির্বাচকের বিরুদ্ধে অভিযোগ তুললেন জাহানারা

স্পোর্টস ডেস্ক

১১ জানুয়ারি, ২০২২ | ১:৪৪ অপরাহ্ণ

আসন্ন কমনওয়েলথ গেমসের বাছাইপর্বের বাংলাদেশ দলে জায়গা হয়নি জাহানারা আলমের। জাহানারার ১৫ সদস্যের দল থেকে বাদ পড়ার কারণটাও রহস্যাবৃত। শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে বাদ দেওয়া হয়েছে গুঞ্জন থাকলেও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি বিসিবি।

কিন্তু আসলেই কি জাহানারা শৃঙ্খলা ভঙ্গ করেছেন নাকি কারও ব্যক্তিগত অপছন্দের কারণে বাদ পড়লেন? প্রশ্নটা তুলে দিচ্ছে দলের বিভিন্ন বিষয়ে নিজের অসন্তুষ্টির কথা জানিয়ে বিসিবিকে আগেই দেওয়া জাহানারার একটি চিঠি। গত নভেম্বরে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে এবং এরপর বিশ্বকাপ বাছাইপর্বেও জাহানারার যে রকম পারফরম্যান্স, সেটি অন্তত দল থেকে বাদ পড়ার মতো নয়।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আইসিসি কমওয়েলথ গেমস বাছাইপর্বের দল ঘোষণার আগেই চিঠিটি পাঠিয়েছেন জাহানারা। বিসিবি এখন বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী।

বিসিবির এক সূত্রে জানা গেছে, জাহানারা তার চিঠিতে জাতীয় দলের নির্বাচক মঞ্জুরুল ইসলাম ও টিম ম্যানেজমেন্টের আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন। বিশ্বকাপ বাছাইপর্বের আগে গত বছর সিলেটে হওয়া জাতীয় দলের ক্যাম্পের কিছু ঘটনার কথাও চিঠিতে উল্লেখ করেছেন তিনি।

বিসিবির আরেক সূত্রে জানা গেছে, জিম্বাবুয়েতে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব চলার সময় সাবেক অধিনায়ক জাহানারার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে টিম ম্যানেজমেন্টের সঙ্গে নাকি তিনি দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ। ওই সফরে (তিন ম্যাচের ওয়ানডে সিরিজসহ) ৬ ম্যাচে ৯ উইকেট নেন এই ডানহাতি পেসার।

২০১১ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর দলের নিয়মিত সদস্য জাহানারা। এই ফরম্যাটে দেশের চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ৪০ ম্যাচ খেলে তার ঝুলিতে আছে ৩৮ উইকেট।

এদিকে টিম ম্যানেজমেন্টের এক সদস্য দাবি করেছেন, জিম্বাবুয়েতে দলের মধ্যে গ্রুপিং করেছিলেন জাহানারা। তার বিরুদ্ধে আরও অভিযোগ, নতুন অধিনায়ক নিগার সুলতানাকে সমর্থন দিচ্ছেন না তিনি। এজন্যই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে বিশ্বকাপ পরিকল্পনায় তাকে রাখা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির নারী উইংয়ের এক কর্মকর্তা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট