চট্টগ্রাম রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মেসির সঙ্গে পিএসজির চুক্তি ঠেকাতে অভিযোগ দায়ের বার্সার

স্পোর্টস ডেস্ক

৯ আগস্ট, ২০২১ | ৫:০৭ অপরাহ্ণ

লিওনেল মেসি আর বার্সার খেলোয়াড় নন। গতকাল ৮ আগস্ট বাংলাদেশ সময় বিকালের তিনি ক্লাব থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন। মেসি নিজেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন পিএসজিতেই তার যোগ দেওয়ার সম্ভাবনা বেশি। তবে মেসির সদ্য সাবেক ক্লাব বার্সেলোনা সেটা চায় না। ক্লাবটি মেসির পিএসজি যাওয়া ঠেকাতে আদালতে অভিযোগ দায়ের করেছে।

ইউরোপিয়ান কমিশনকে সঙ্গী করে বার্সা আদালতে এই অভিযোগ দায়ের কওে বলে জানা গেছে। এখানে মুল অভিযোগ অবশ্য নিজেদের সাথে পিএসজির আর্থিক অবস্থার তুলনা। বার্সার দাবী, তাদের চেয়েও পিএসজির অবস্থা খারাপ। ইউরোপের বিভিন্ন মিডিয়ার সংবাদ অনুযায়ী আজকালের মধ্যেই মেসির পিএসজি যোগ দেওয়া নিয়ে চূড়ান্ত ঘোষণা আসার কথা। কিন্তু বার্সেলোনার এই অভিযোগের পর মেসির দলবদলে কতটুকু প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।
বার্সা তাদের অভিযোগে উল্লেখ করে যে, ২০১৯-২০ মৌসুমে পিএসজি তাদের আয়ের ৯৯ ভাগই খেলোয়াড়দের বেতনের পেছনে খরচ করেছে। সেখানে বার্সেলোনা খরচ করেছিল মাত্র ৫৪ শতাংশ। বার্সার দাবি, ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে অনুযায়ী পিএসজি মেসির সঙ্গে চুক্তি করতে পারবে না।

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট