চট্টগ্রাম রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

আজকের ম্যাচও বৃষ্টিতে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক

৯ আগস্ট, ২০২১ | ৪:০৬ অপরাহ্ণ

আজ ৯ আগস্ট পুরো দিনই চট্টগ্রামের আকাশ ভারি হয়ে আছে। এখন-তখন হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি। একই অবস্থা ঢাকায়ও। সেখানে দুপুরে এক পসলা বৃষ্টিও হয়েছে। হতে পারে বাংলাদেশ-অস্ট্রেলিয়া আজ সন্ধ্যায় ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচের সময়ও। আবহাওয়া সুত্র ঠিক এমনটাই বলছে। আজকের ম্যাচটির গুরুত্ব অবশ্য স্রেফ আনুষ্ঠানিকতার। কারণ ৫ ম্যাচের এই সিরিজে টানা তিন জয়ে এরইমধ্যে সিরিজ নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক বাংলাদেশ। নাটকীয়তায় ঠাঁসা চতুর্থ ম্যাচে জয় পেয়েছিল অজিরা। যতদূর জানা যাচ্ছে, আজকের বৃষ্টি অবশ্য উদ্বেগজনক নয়, অন্তত মিরপুরের হোম অব ক্রিকেট এখনও ম্যাচ পণ্ড করে ফেলার মত অবস্থায় পৌছায়নি। কিন্তু ভারি বর্ষণ হলে ম্যাচ শুরুর সময়টা তৃতীয় ম্যাচের মতো বিলম্ব হতে পারে। নিয়মরক্ষার হলেও ভক্তরা চাইছেন প্রকৃতির কৃপা, যাতে ম্যাচটি মাঠে গড়ায়। কারণ, পরাশক্তি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা ও সম্ভাব্য সাফল্য মানেই বাড়তি কিছু। তাছাড়া আসন্ন নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের আগে আরেকটি সাফল্য বাংলাদেশ ক্রিকেটারদের মনোবল আরও উচুঁতে নিয়ে যাবে।
এদিকে আজকের ম্যাচ শেষেই অজিরা নিজ দেশের উদ্দেশ্যে উড়াল দেবেন। মিরপুরে ম্যাচ শেষ হবার পরপরই হোটেলে ফিরে যাবেন ম্যাথু ওয়েডরা। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে আজ সোমবার দিবাগত রাত ১টায় ভাড়া করা বিশেষ বিমানে করে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন ম্যাথু ওয়েড-মিচেল স্টার্করা। ইতোমধ্যেই অজিদের বহন করতে যাওয়া বিশেষ বিমানটি ঢাকায় অবস্থান করছে। গত ২৯ জুলাই ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অজিরা বাংলাদেশে এসেছিলেন। এদিকে আগে জানা গিয়েছিল রবিবার রাতেই পরিবারের সঙ্গে দেখা করার জন্য যুক্তরাষ্ট্র উড়াল দিচ্ছেন সাকিব আল হাসান। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি আজকের ম্যাচটি খেলেই যাবেন। অস্ট্রেলিয়ার সিরিজের পরই কয়েকদিন বিশ্রাম দিয়ে টাইগাররা প্রস্তুত হবেন ২৪ আগস্ট বাংলাদেশে আসার কথা থাকা কিউইদের মোকাবেলায়।

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট