চট্টগ্রাম শুক্রবার, ১০ মে, ২০২৪

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

৭ আগস্ট, ২০২১ | ৫:৩৯ অপরাহ্ণ

মিরপুরের আজ (৭ আগস্ট) দুপুরে বৃষ্টি হয়েছিল। তবে বিকাল ৫.৩০টা আকাশ মেঘলা থাকলেও হোম অব ক্রিকেটের পরিবেশ ম্যাচ আয়োজনের পক্ষেই ছিল। যে কারণে নির্ধারিত সময়েই টস হয়। তাতে টানা দ্বিতীয় হাসি মাহমুদউল্লাহ রিয়াদের। বাংলাদেশ আগে ব্যাটির্ং করছে। খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। ম্যাচে অজিরা দুটি পরিবর্তন নিয়ে নামছে। অপরিবর্তিত একাদশ নিয়েই খেলবে টাইগাররা।

সিরিজের প্রথম তিনটি ম্যাচে আগে ব্যাট করা দলের স্কোর ছিল এরকম, ১৩১, ১২১ ও ১২৭। মাঝেরটি অস্ট্রেলিয়ার আর অন্যদুটিতে আগে ব্যাট করে টাইগাররা। সেই অর্থে লো-স্কোরিং ক্রিকেটই হচ্ছে মিরপুরের হোম অব ক্রিকেটে। অতিথি অজি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে টাইগার ব্যাটারর খুব একটা বড় স্কোর পাচ্ছেন না। ব্যাতিক্রম শুধু মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজ জয়ের ম্যাচে তিনি ৫২ রান করেছিলেন। তবে অজিদের সাথে বাংলাদেশ দলের চলমান সফরে বড় পার্থক্য হলো, অতিথিদের ব্যাটিং পুরোটাই মিচেল মার্শ নির্ভর। আরো কয়েকটি ত্রিশোর্দ্ধ ইনিংস আসলেও রান চেজ করতে গিয়ে অতিথিরা তাকিয়ে ছিল মার্শের ব্যাটে। শুক্রবার ৫১ রান করে মার্শ ফিরে যেতেই ম্যাচ থেকেও ছিটকে পড়ে তারা। এখানেই কৃতিত্ব টাইগার বোলারদের। প্রয়োজনের সময়ে কেউ না কেউ ঠিকই হাল ধরছেন। সেটা বোলিংয়ে যেমন তেমনি ব্যাটিংয়েও। শুক্রবার যেমন ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে কোন উইকেট না পেলেও ম্যাচ জয়ের নায়ক বনে যান মুস্তাফিজুর রহমান। তেমনি দুটি উইকেট নিয়ে প্রতিপক্ষকে থামিয়ে দেন পেসার শরিফুলও। আবার দ্বিতীয় ম্যাচে মাত্র ১২১ রান তাড়ায় বাংলাদেশ যখন বিপদে তখন আফিফ হোসেন ধ্রুব ও নুরুল হাসান সোহানের ব্যাট বাংলাদেশকে জয় উপহার দেয়। সাকিব আল হাসানও তার কাজটি করছেন নিরবেই। অপেক্ষা শুধু ওপেনিংয়ে ভালো একটি জুটি দেখার। আজই হয়তো সেটা দেখবেন টাইগার ভক্তরা।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট