চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সাইলেন্ট হিরো হয়েই থাকলেন রিয়াদ

স্পোর্টস ডেস্ক

৪ জুন, ২০১৯ | ১:৫৫ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানের জয়ে দারুন ভূমিকা ছিল ‘সাইলেন্ট কিলার’ মাহমুদউল্লাহ রিয়াদের। ব্যাট হাতে ৩৩ বলে অপরাজিত ৪৬ রানের এক কার্যকরী ইনিংস খেলে দলকে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানে পৌঁছে দেন রিয়াদ। তবে ম্যাচ শেষে সবাই সাকিব মুশফিক মিরাজ সাইফদের প্রশংসায় পঞ্চমুখ থাকলেও আড়ালে থেকে যান রিয়াদ। গতকাল রিয়াদ যখন ব্যাটিংয়ে নামেন তখন দ্রুত তিন উইকেট হারিয়ে খানিকটা চাপের মুখে বাংলাদেশ। সাকিব-মুশফিকের জুটি একসময় ৩৩০+ রানের আশা দেখালেও ততক্ষণে তা মিলিয়ে যেতে বসেছে। ক্রিজে আরেক নতুন ব্যাটসম্যান মোসাদ্দেক। মোসাদ্দেক এসে কিছুটা হাত খুলে খেলার চেষ্টা করলেও শান্ত থাকেন রিয়াদ। প্রথম ১৮ বলে তার ব্যাট থেকে আসে ১২ রান। ৩৩০+ রানের আশা ততক্ষনে মৃত প্রায়। মোসাদ্দেক কিছুটা হাত খুলে খেলে যখন আউট হয়ে যাচ্ছেন, ততক্ষনে তিনি দলকে পৌঁছে দিয়েছেন ৩০০ রানের দ্বারপ্রান্তে। শেষ চার ওভারে টাইগাররা যে ৫৪ রান সংগ্রহ করে তার সিংহভাগ এসেছে রিয়াদের ব্যাট থেকেই, শেষ দুই ওভারে। মোকাবেলা করা শেষ ৮ বলে রিয়াদ সংগ্রহ করে ২২ রান, তাতেই বাংলাদেশ পৌঁছে যায় ৩৩০ রানে বিশাল স্কোরে। ৩৩১ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত থামে ৩০৯ রানে, ম্যাচটি তারা হারে ২১ রানে। রিয়াদ শেষদিকে ঐ ঝড়ো ইনিংসটি না খেললে বাংলাদেশ হয়তো ৩১০-৩১৫ রানেই আটকে যেত। তাতে ম্যাচের ফলাফল যে অন্যরকম হতেও পারতো তা আর বলার অপেক্ষা রাখেনা। তবে ম্যাচ শেষে তার এই অসামান্য অবদানের কথা মনে রেখেছেন কমসংখ্যক মানুষই।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট