চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

পথ চেয়ে আছি

১৪ এপ্রিল, ২০২২ | ১১:৪৬ পূর্বাহ্ণ

ইয়াসিন আরাফাত

 

স্বচ্ছ চোখের ভোরে ফুটেছে রক্তজবা
রক্তাম্বরে বেদীমূলে সাজাব তোমাকে
দ্যাখো আকাক্সক্ষার সরল চোখ উৎসবে
তুমি ফিরে এলে প্রাচুর্য আবারো হবে।

কুয়াশার ভোরে উজ্জ্বল আভায় তুমি
এসো কালশিটে আহত পাতায় পা রেখে,
সবুজে-অবুজে ফুটে থাক সূর্য রূপে
ভীষণ দরদে মাটি ডাকছে তোমাকে।

চৈত্রের পরে আদি সাম্যে এসো আবার
খর প্রেমে জুড়ে দেই সবুজ বাহার।
শ্যামল পথে বাজুক অপার্থিব শাখ
হে রুদ্র মনে রেখো বৈশাখের এ ডাক।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট