চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

প্রতীকী ছবি

শাহজালালে ১৪ কোটি টাকার সোনার বার জব্দ

অনলাইন ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২০ | ১২:২৭ অপরাহ্ণ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৮৫ বিজনেস ক্লাসের ৪টি সিটের নিচ থেকে ২৪টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। প্রতিটি বারের ওজন ১ কেজি করে মোট ২৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

বুধবার ( ১৫ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম।

তিনি জানান, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৮৫ তল্লাশিকালে বিজনেস ক্লাসের ৪ টি সিটের হাতলের ভিতরে বিশেষভাবে লুকানো অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো ১২টি টি দন্ড আকৃতির বস্তু পাওয়া যায়। পরবর্তীতে সেগুলো কাস্টম কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে ২৪টি সোনারবার পাওয়া যায়। উদ্ধারকৃত সোনার বারগুলোর বাজার মূল্য ১৪ কোটি ৪০ লাখ টাকা।

 

আটককৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট