এফ, এম বা জে শ্রেণির নন-ইমিগ্র্যান্ট ভিসার জন্য আবেদনকারীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ (সবার জন্য উন্মুক্ত) রাখতে অনুরোধ জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অনুরোধ জানানো হয়।
শিক্ষার্থী ও বিনিময় (এক্সচেঞ্জ) কার্যক্রমে অংশগ্রহণকারী, যাঁদের এফ, এম বা জে ভিসা প্রয়োজন, তাঁদের উদ্দেশে পোস্টটি দেওয়া হয়েছে।
পোস্টে বলা হয়, আবেদনকারীদের পরিচয় ও যুক্তরাষ্ট্রে ভিসার যোগ্যতা যাচাই-সংক্রান্ত প্রক্রিয়া সহজ করতে এ অনুরোধ জানানো হয়েছে।
পূর্বকোণ/পিআর