চট্টগ্রাম সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বাংলাদেশে অবৈধভাবে কর্মরত বিদেশিদের সতর্ক করল সরকার

অনলাইন ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২৪ | ৬:৩৬ অপরাহ্ণ

বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিদেশিদের সতর্ক করা হয়েছে। যথাযথ অনুমতি না নিলে অবৈধ বিদেশিদের পাশাপাশি তাদের নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

 

যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো। এক্ষেত্রে সংশ্লিষ্ট সব দফতর ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার জন্যও অনুরোধ করা হলো।

 

অন্যথায় অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট