চট্টগ্রাম শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪

নিহত আবু সাঈদের বাবাকে দেওয়া সেই কথা রাখলেন হোসেন জিল্লুর রহমান!

অনলাইন ডেস্ক

৪ অক্টোবর, ২০২৪ | ১১:০৬ অপরাহ্ণ

রংপুরে শহীদ আবু সাঈদ স্মরণে দুই দিনব্যাপী হেলথ ক্যাম্প শুরু হয়েছে। পাওয়ার এন্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) উদ্যোগে আয়োজিত চিকিৎসা সেবামূলক এই স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, অর্থনীতিবিদ, ব্র্যাকের চেয়ারপারসন, ব্র্যাকের গ্লোবাল বোর্ডের সিনিয়র ট্রাস্টি ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।

 

শুক্রবার (৪ অক্টোবর) পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া দারুল উলুম কামিল মাদরাসায় সকাল ৯টায় দুই দিনব্যাপী এ হেলথ ক্যাম্পের উদ্বোধন করা হয়। আগামীকাল শনিবার (৫ অক্টোবর) বিকেল ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

 

হেলথ ক্যাম্প উদ্বোধনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. শওকত আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের বাবা আবুল কাশেমসহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন।

 

হোসেন জিল্লুর রহমান বলেন, ঢাকা, চট্টগ্রাম ও রংপুরের মেডিকেল টিম এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে সম্পৃক্ত। এখানে জটিল রোগসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তাররা রয়েছেন। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে যারাই সেবা নিতে আসবেন তাদের সে চাহিদা যেন আমরা পূরণ করতে পারি। এ ধরনের গ্রামীণ পরিবেশে এত বড় একটা ক্যাম্প পরিচালনা সহজ না, স্থানীয় সহযোগীরা এক ধরনের নিয়মের মধ্য দিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।

 

গত ২৪ আগস্ট রংপুর সফরে এসে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়ি পীরগঞ্জের বাবনপুরে আসেন হোসেন জিল্লুর রহমান। আবু সাঈদের কবর জিয়ারতের পর পরিবারের সঙ্গে কুশল বিনিময়ের সময় ওই এলাকার চিকিৎসাসেবা নিয়ে কথা বলেন আবু সাঈদের বাবা। সে সময় এলাকার গরিব ও অসহায় মানুষদের বিনামূল্যে ফ্রি চিকিৎসাসেবার প্রতিশ্রুতি দেন হোসেন জিল্লুর রহমান।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট