চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশি কিশোর নিহত

অনলাইন ডেস্ক

৯ সেপ্টেম্বর, ২০২৪ | ১:৪৭ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকা বিএসএফের গুলিতে ১ জন বাংলাদেশি নিহত হয়েছে। এসময় আরও ২ বাংলাদেশি আহত হয়েছেন। 

সোমবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে ধনতালা বিজিবি সীমান্তের মেইন পিলার ৩৯৩’র পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ভারতীয় ডিংগাপাড়া বিএসএফ বাহিনী গুলি চালালে জয়ন্ত কুমার সিংহ (১৫) ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। 

নিহত জয়ন্ত বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিঠা গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুইজন বাংলাদেশি আহত হয়েছেন। আহতরা হলেন- ফকির ভিঠা বেল পুকুর গ্রামের মহাদেব কুমার সিংহ ও নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ। 

 

আহত দুজন বাংলাদেশে পালিয়ে এসে রংপুরে গোপনে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রায়েছেন বলে জানা গেছে। 

 
এসব বিষয় নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির। তিনি জানান, কী কারনে তারা সীমান্তে গিয়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত ব্যক্তির লাশ বিএসএফের হেফাজতে রয়েছে।  

 

এ বিষয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মো. তানজির আহমদ বলেন, এমন একটি ঘটনা ঘটেছে শুনেছি। এ বিষয়ে আমরা অনুসন্ধান চালাচ্ছি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট