কক্সবাজারের চকরিয়ায় সাবেক সংসদ সদস্য জাফর আলম ও ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরীসহ ৩৪ জনের নাম উল্লেখপূর্বক নালিশী মামলা করা হয়েছে। চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার বাদী হয়ে রবিবার ( ৮ সেপ্টেম্বর) চকরিয়া সিনিয়র জুডিশিয়াল আদালতে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ বিচারক নালিশী মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রকীব উর রাজাকে।
মামলায় সাবেক সংসদ সদস্য জাফর আলম ও ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী ছাড়াও ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোছাইন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, আওয়ামী লীগ নেতা ওয়ালিদ মিল্টন, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিয়াদ উদ্দিনসহ মামলায় অজ্ঞাত আসামী দেখানো হয়েছে ২০-৩০ জনকে।
বাদী এজাহারে দাবি করেছেন ২০১৮ সালের ১২ ও ১৩ ডিসেম্বর সকাল ১০ টা ও বিকাল সাড়ে তিনটায় সাবেক সংসদ সদস্য জাফর আলমের নেতৃত্বে দুর্বৃত্তরা দু’দফা হামলা চালায়। বাদী নুরুল ইসলাম হায়দারের বসত ঘরে ও নির্বাচনী প্রচারণাকালে হত্যার উদ্দেশ্যে বাদীর উপর হামলা করে। দাবিকৃত ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ও নির্দেশ না মেনে রাজনৈতিক প্রচারণা চালানোয় সশস্ত্র হামলা করে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। বসতঘরেও লুটপাটের অভিযোগ আনা হয়। নালিশী মামলায় ৯ নম্বরে অভিযুক্ত তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরীর কাছে ফোনে জানতে চাইলে তিনি জানান, ঘটনাটি ওই সময় কেউ আমাকে বা থানাকে জানায়নি। এমনকি ঘটনাটি নিয়ে থানা বা আদালতে অভিযোগও করেনি।
পূর্বকোণ/জাহেদ/আরআর/পারভেজ