চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন, তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর

অনলাইন ডেস্ক

৭ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:৩০ অপরাহ্ণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমার বাংলাদেশ পার্টির(এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলামকে।

 

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

 

তাজুল ইসলাম ছাড়াও ট্রাইব্যুনালে আরও চার আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন, মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হোসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ, আব্দুল্লাহ আল নোমান।

 

প্রজ্ঞাপনে বলা হয়, অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা ভোগ করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

 

এদিকে গত সপ্তাহেই ট্রাইব্যুনাল এবং ছাত্র-জনতার ওপর গণহত্যার বিচার নিয়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম মিডিয়াকে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই শেখ হাসিনাসহ আসামিদের বিচার সম্ভব। তবে এর আগে আইনে সংশোধনী আনতে হবে।

 

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট