চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

এবার তেজগাঁওয়ের ফুয়াং ক্লাবে অভিযান

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০১৯ | ৭:৩১ অপরাহ্ণ

রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ ক্যাসিনোতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারই ধারাবাহিকতায় তেজগাঁওয়ে অবস্থিত ফুয়াং ক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ।  দীর্ঘদিন ধরে ক্লাবটিতে জুয়া ও ক্যাসিনো চলছিল বলে অভিযোগ রয়েছে। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে অভিযান শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তেজগাঁও জোনের ডিসি আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা মহানগর পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালিত হয়েছে।

এদিকে পুলিশের একটি সূত্র জানায়, ক্লাবটিতে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ পরিচালনা করা হয় কিনা, এ বিষয়টি নিশ্চিত হতেই  চালানো হয়েছে অভিযান।

এখন পর্যন্ত অভিযানে ক্লাবটিতে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ পরিচালনার তথ্য পায়নি পুলিশ। ক্লাবটির একটি বৈধ বারও রয়েছে। ওই বারে রেজিস্টারের সঙ্গে লিকারের সংখ্যার সামঞ্জস্যতা খতিয়ে দেখা হয়েছে। এক্ষেত্রে কোনো ধরনের অসামঞ্জস্যতা থাকলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় ওই সূত্র।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট